• Monsoon 2024 : জ্বালাপোড়া গরম থেকে শীঘ্রই স্বস্তি, বর্ষা নিয়ে সুখবর আবহাওয়াবিদদের
    এই সময় | ১০ এপ্রিল ২০২৪
  • ২০২৪ সালে স্বাভাবিক বর্ষার সাক্ষী থাকবে ভারত। এমনই পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট। চলতি গ্রীষ্মের মরশুমে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস আগেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা। এপ্রিল এবং মে মাসে পর পর বেশ কয়েকদিন ধরে হিটওয়েভ চলবে। কিন্তু, এবার দহন জ্বালায় অতিষ্ট হয়ে ওঠা দেশবাসীকে সুখবর শোনাল স্কাইমেট সংস্থা।এই বছর বর্ষায় এল নিনোর দাপট অনেকটাই কমে যাবে। বদলে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে লা নিনা পরিস্থিতি তৈরি হবে। যার জেরে মধ্য প্রশান্ত মহাসাগরের জলভাগের তাপমাত্রা অনেকটাই কমতে সাহায্য করবে। ৬০ শতাংশ ক্ষেত্রে এল নিনো ভারতীয় বর্ষার ক্ষেত্রে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত হয়। ফলে এই এল নিনোকে একমাত্র মাত দিতে পারে লা নিনাই।

    এর আগে মৌসম ভবনও জানিয়েছিল, চলতি বছর বর্ষায় প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। IMD-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছিলেন, 'দক্ষিণ পশ্চিম বর্ষার জন্য চলতি বছর বৃষ্টির পরিমাণ বাড়বে। দেশে ফলনের উপযোগী বৃষ্টি হবে বলেই অনুমান করা হচ্ছে।'
  • Link to this news (এই সময়)