• Eid 2024 Date In India : ফাঁকি দিল চাঁদ, দেশে ইদ বৃহস্পতিবার
    এই সময় | ১০ এপ্রিল ২০২৪
  • অবশেষে অপেক্ষার অবসান। ভারতে ঘোষণা করা হল ইদ-উল-ফিতরের দিনক্ষণ। যদিও মঙ্গলবার সন্ধ্যার আকাশে ইদের চাঁদের দেখা মেলেনি। এর জন্য বুধবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীকে। তবে মঙ্গলবারই খুশির ইদের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে একাধিক মসজিদ কমিটির পক্ষ থেকে। ইদ-উল-ফিতর ভারতে পালিত হবে আগামী ১১ এপ্রিল, বৃহস্পতিবার। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা, দিল্লি, লখনউ, বেঙ্গালুরু সহ একাধিক শহর থেকে ইদের চাঁদ দেখার অপেক্ষায় ছিলেন মুসলিমরা। কিন্তু, ফাঁকি দিয়েছে চাঁদ।মঙ্গলবার সন্ধ্যায় লখনউয়ের মার্কাজি চাঁদ কমিটি ইদগাহের তরফ থেকে জানানো হয়েছে চাঁদ দেখা যায়নি দেশে। পাশাপাশি কটকের আঞ্জুমান ইসলামিয়া চাঁদ কমিটির পক্ষ থেকেও একই বিষয় জানানো হয়েছে। ভারতে ইদ-উল-ফিতর পালিত হবে বৃহস্পতিবার পালিত হলে বুধবার শেষ হবে পবিত্র রমজান মাস। এই দিনই অন্তিম রোজা পালন করবেন মুসলিমরা।

    বাংলাদেশে ইদ কবে?মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সে দেশেও বৃহস্পতিবার, ১১ এপ্রিল পালিত হবে ইদ-উল-ফিতর। ঢাকার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি তথা ধর্ম বিষয়কমন্ত্রী মহম্মদ ফরিদুল হক খান। রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে বুধবার। শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে বৃহস্পতিবারকে। ওইদিনই পালিত হবে খুশির উৎসব।

    সৌদি-UAE-তে ইদ কবে?সৌদি আরবে ৮ এপ্রিল, সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। সংযুক্ত আরব আমিরশাহী, কাতারেও চাঁদ দেখা যায়নি। তবে মঙ্গলবার সকালে UAE-তে চাঁদের দেখা মেলায় বুধবার ইদ পালনের ঘোষণা করা হয়েছে। সৌদির আকাশেও মঙ্গলে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। বুধবার মধ্য প্রাচ্যের বাকি দেশগুলিতে পালিত হবে ইদ-উল-ফিতর। সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা 'আমিরাতস এস্ট্রোনমিক্যাল সোসাইটি'-র তরফে বলা হয়, ১০ এপ্রিল পালিত হবে ইদ-উল-ফিতর।'

    অস্ট্রেলিয়ায় ইদ কবে?ইদ-উল-ফিতরের দিন ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। আগামী বুধবার, ১০ এপ্রিল সে দেশে পালিত হবে খুশির ইদ। ৯ এপ্রিল অস্ট্রেলিয়ার আকাশে দেখা যায় পবিত্র ইদের চাঁদ। বুধবার থেকে শুরু হবে শাওয়াল মাস। আর এই শাওয়াল মাসের প্রথম দিনটিতেই ইদ-উল-ফিতর পালন করবেন সে দেশের মুসলিমরা। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের তরফে সোমবার ঘোষণা করা হয়েছে, ৯ এপ্রিল দেখা মিলবে নতুন চাঁদের। সিডনি এবং পার্থ থেকে এই পবিত্র ইদের চাঁদ খালি চোখে কিংবা দূরবীনের সাহায্যে দেখতে পারবেন অস্ট্রেলিয়ার মুসলিম নাগরিকরা। এই দিনটিতে রমজানের শেষদিনের রোজা রাখবেন তাঁরা। তারপর ১০ এপ্রিল, বুধবার সাড়ম্বরে পালিত হবে খুশির ইদ।
  • Link to this news (এই সময়)