চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক তৃণমূল নেতার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার (Malda) গাজোলের সৈয়দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট (Balurghat) থেকে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেন থেকে কোনও কারণবশত ওই ব্যক্তি পড়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনার পর খবর পেয়ে ওই এলাকায় পৌঁছোয় রেল পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।