সংসদে টাকার বিনিময়ে আদানিদের (Adani) বিরুদ্ধে প্রশ্ন (Cash for Queries Case) তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই ইস্যুতে শেষমেস সাংসদ পদ খোয়াতে হয়েছে মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। টাকার বিনিময়ে প্রশ্ন-কাণ্ডে সম্প্রতি মহুয়ার বাড়ি-দফতরে হানা দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। মহুয়ার সাংসদ বাতিল ইস্যুতে তাঁর বিরুদ্ধে নানা সময়ে নানা মন্তব্য করেছেন তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাই, এমনই দাবি মহুয়ার। মহুয়াও তাঁর বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন বলে দাবি অনন্তেরও। দু’পক্ষের আকচাআকচি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করেছেন তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাই (Jai Anant Dehadrai)। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের (Delhi High Court)।