Lok Sabha Election 2024: প্রচারে মহিলাকে আদুরে চুমু, কাঁধে হাত বিজেপি প্রার্থীর! তৃণমূলের চাঞ্চল্যকর পোস্টে চরম শোরগোল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ এপ্রিল ২০২৪
Controversy Sparks Campaign Of BJP candidate Khagen Murmu:
নির্বাচনী প্রচারে বেরিয়ে চরম বিতর্কে উত্তর মালদার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। মঙ্গলবার সোশাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছে তৃণমূল। সেখানেই দেখা যাচ্ছে, প্রচারের ফাঁকে এক যুবতিকে আদরের চুমু খাচ্ছেন পদ্ম প্রার্থী! এছাড়াও অন্য এক মহিলার কাঁধে হাত রেখেও চলতে দেখা যাচ্ছে বিদায়ী সাংসদকে। এইসব ছবি নিয়েই এখন মালদার রাজনীতিতে তুমুল শোড়গোল পড়েছে।