• Dhoni-Jadeja: চেন্নাই দর্শককে বোকা বানালেন জাদেজা-ধোনি! সমর্থকদের আবেগ নিয়ে কি ছিনিমিনি খেললেন দুজনে, দেখুন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ এপ্রিল ২০২৪
  • Chennai Super Kings vs Kolkata Knight Riders:

    ধোনি মানেই জনতার কাছে এক আলাদা আকর্ষণ। আর, সেই আকর্ষণকে কীভাবে ভাঙাতে হয়, চেন্নাইয়ের সদ্য অপসারিত অধিনায়কের থেকে কেউ আর সেটা ভালো জানেন না। প্রতি ম্যাচেই যেটা হচ্ছে, ধোনি থাকলেই গ্যালারি থেকে সমস্বরে ‘ধোনি ধোনি’ স্লোগান ভেসে আসছে। সোমবারের ম্যাচেও তার অন্যথা হল না। তার মধ্যেই ধোনিকে দেখা গেল দর্শকদের সঙ্গে সামান্য মজা করতে। যা বেশ তারিয়ে উপভোগ করেছেন দর্শকরা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)