PMLA & ED: নিজেদের সরকারের পুষ্ট করা আইনে নিজেরাই ফেঁসে গিয়েছে কংগ্রেস! হাত কামড়াচ্ছেন অন্যরাও
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ এপ্রিল ২০২৪
Anti-money laundering law came to have a vast scope:
তহবিল তছরুপ রুখতে বানানো আইন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে বিশাল ক্ষমতা তুলে দিয়েছে। ইদানিং ইডি যেভাবে একের পর এক নেতা-মন্ত্রীকে যখন খুশি গ্রেফতার করছে, তা থেকে এই আইনের ক্ষমতা বোঝা যায়। সবচেয়ে বড় কথা হল, এই আইন ইডিকে পুলিশের মত ক্ষমতা দিয়েছে। এর পিছনে শুধু এনডিএ সরকারই নয়, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএরও বিরাট কৃতিত্ব আছে।