অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। আগামী ১৯ শে এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। সাত দফায় দেশ জুড়ে ৫৪৩টি লোকসভা আসনে হবে ভোটপর্ব। ঠিক তার আগে VVPAT ইস্যু উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। সুপ্রিম কোর্ট বলেছে যে শীঘ্রই ভিভিপিএটি স্লিপগুলির ১০০শতাংশ যাচাইকরণের দাবিতে বিরোধী দলগুলির আবেদনের ভিত্তিতে শুনানি করবে।