• VVPAT: VVPAT কী, কেন বিরোধীরা একশো শতাংশ স্লিপ গণনার দাবিতে অনড়? পুরো অঙ্কটা বুঝুন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ এপ্রিল ২০২৪
  • অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। আগামী ১৯ শে এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। সাত দফায় দেশ জুড়ে ৫৪৩টি লোকসভা আসনে হবে ভোটপর্ব। ঠিক তার আগে VVPAT ইস্যু উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। সুপ্রিম কোর্ট বলেছে যে শীঘ্রই ভিভিপিএটি স্লিপগুলির ১০০শতাংশ যাচাইকরণের দাবিতে বিরোধী দলগুলির আবেদনের ভিত্তিতে শুনানি করবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)