Parakala Prabhakar: ফের মোদী এলে বদলে যাবে ভারতের মানচিত্র! ভয়ঙ্কর দাবি নির্মলা সীতারমণের স্বামীর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ এপ্রিল ২০২৪
ফের মোদী এলে বদলে যাবে ভারতের মানচিত্র! ভয়ঙ্কর দাবি নির্মলা সীতারমণের স্বামীর। নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। এর জন্য নরেন্দ্র মোদীর সরকারকে ভুগতে হবে, এমনটাই মন্তব্য করে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী ও বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। এবার অর্থনীতিবিদ পরকলা প্রভাকর দাবি করেছেন, এই বছরের লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে দেশে আগামীদিনে আর কোন নির্বাচন হবে না। এমনকী বদলে যাবে দেশের মানচিত্র।