• কেজরিওয়ালের অস্বস্তি, ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই দিল্লির মুখ্যমন্ত্রী...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অস্বস্তি বজায় রইল অরবিন্দ কেজরিওয়ালের। মঙ্গলবার দিল্লি হাই কোর্ট জানিয়ে দিল জেলেই থাকতে হবে তাঁকে। আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ তাঁকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে তিনি এখনই ছাড়া পাচ্ছেন না। কেজরিওয়ালকে ইতিমধ্যেই কিংপিন বলে অভিহিত করেছে ইডি। তিহার জেলে ১৫ এপ্রিল পর্যন্ত তাঁকে থাকতে হবে বলে জানিয়ে দিল আদালত। এদিন ফের ইডির গ্রেপ্তারির বিপক্ষে সওয়াল করে কেজরিওয়ালের আইনজীবী। তবে আদালত একবাক্যে তা খারিজ করে দেয়। ইডির পক্ষ থেকে বলা হয় জেরায় সহযোগিতা করছেন না কেজরিওয়াল। ফলে ফের তিহার জেলের মেয়াদ বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর।  
  • Link to this news (আজকাল)