• রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে জয় কামিন্সদের
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচে শেষপর্যন্ত ২ রানে জিতল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের নায়ক অনামী নীতিশ কুমার রেড্ডি। তারকাদের ব্যর্থতার দিনে ৩৭ বলে ৬৪ রান করার পাশাপাশি, বল হাতেও এক উইকেট তুলে নেন ম্যাচের সেরা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে সানরাইজার্স। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানে থামে পাঞ্জাব। টসে জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান শিখর ধাওয়ান। সানরাইজার্সের বিধ্বংসী ওপেনিং জুটি রান পায়নি। ১৫ বলে ২১ করে ফেরেন ট্রাভিস হেড। ১১ বল খেলে ১৬ রান করেন অভিষেক শর্মা। শূন্যতে ফেরেন মার্করাম। ছন্দে থাকা হেনরিচ ক্লাসেনও এদিন ব্যাট হাতে ব্যর্থ। একমাত্র অনামী নীতিশ কুমার রেড্ডির ব্যাটে ভর করে লড়াই করার মতো রানে পৌঁছয় হায়দরাবাদ। ৩৭ বলে ৬৪ রান করেন। ইনিংসে ছিল ৫টি ছয়, ৪টি চার। শেষদিকে গুরুত্বপূর্ণ ২৫ রান যোগ করেন আব্দুল সামাদ। ৪ উইকেট নেন অর্শদীপ সিং। জোড়া উইকেট স্যাম করন এবং হর্শল প্যাটেলের। রান তাড়া করতে নেমে মাত্র ২০ রানের মধ্যে ৩ উইকেট হারায় পাঞ্জাব। টপ অর্ডার ব্যর্থ। রান পাননি শিখর ধাওয়ান (১৪), জনি বেয়ারস্টো (০) এবং প্রভসিমরন সিং (৪)। স্যাম করন (২৯), সিকান্দর রাজা (২৮), শশাঙ্ক সিং (৪৬) পাঞ্জাবকে লড়াইয়ে রাখে। শেষদিকে ১৫ বলে ৩৩ রান যোগ করেন আশুতোষ শর্মা। শশাঙ্ক শেষ বলে ছক্কা হাঁকালেও দলকে জয় এনে দিতে ব্যর্থ। মাত্র ২ রানে হার পাঞ্জাবের। ব্যাক টু ব্যাক জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল হায়দরাবাদ। সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছয় নম্বরে পাঞ্জাব। 
  • Link to this news (আজকাল)