• নাইটদের হারের কারণ কী' ব্যাখ্যা দিলেন কেকেআরের স্পিনার
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের কাছে জঘন্য হারের পর পিচকেই দুষলেন বরুণ চক্রবর্তী। কেকেআরের স্পিনারের দাবি, উইকেট ঠিকমতো যাচাই করতে পারেনি কেকেআর শিবির। যার কারণেই হার। সোমবার যে পিচে খেলা হয়েছে সেটার প্রথম দুই ম্যাচের উইকেটের থেকে চরিত্রে আলাদা। বরুণ বলেন, "উইকেট দেখে পাটা মনে হয়েছিল। কিন্তু পিচের চরিত্র সম্পূর্ণ বিপরীত ছিল। আমাদের পিচ বুঝতে ভুল হয়ে গিয়েছে। শুরুতে উইকেট খুবই মন্থর ছিল। ব্যাটে বল আসছিল না। আমার মনে হয়েছিল ১৬০ চ্যালেঞ্জিং স্কোর হবে। এছাড়াও অনেক শিশির ছিল। বল ভেজা থাকায় শিবম দুবের বিরুদ্ধে আমার শেষ ওভার পার্থক্য গড়ে দেয়। আমি বল ভালভাবে গ্রিপ করতে পারিনি।" চেন্নাইয়ের কাছে হার নাইটদের চলতি আইপিএলে প্রথম। কোনও উইকেট পায়নি বরুণ। মেনে নিলেন, পরিকল্পনা অনুযায়ী এগোতে পারেনি তাঁরা। বরুণ বলেন, "প্রত্যেক ব্যাটারের জন্য আমাদের আলাদা পরিকল্পনা থাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেটার বাস্তবায়ন করা। প্রত্যেক দলেই কয়েকজন ব্যাটার আধিপত্য বিস্তার করে। তাঁদের কাউন্টার করার রাস্তা থাকা দরকার।" চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় মেনে নেন, এই উইকেটে স্ট্রোক খেলা সহজ ছিল না। 
  • Link to this news (আজকাল)