Election Live : আজ বঙ্গে প্রচারে শাহ, ৩৫ আসনের টার্গেট কি বাড়াতে পারেন?
এই সময় | ১০ এপ্রিল ২০২৪
আজ বাংলায় আসছেন অমিত শাহ। বুধবার রাজ্য BJP-র 'ক্যাপ্টেন' সুকান্ত মজুমদারের হয়ে বালুরঘাট কেন্দ্রের বুনিয়াদপুরে নির্বাচনী জনসভা করতে চলেছেন তিনি। বঙ্গে এবার বালুরঘাট কেন্দ্র দিয়েই নির্বাচনী প্রচার শুরু করছেন অমিত শাহ।আবহাওয়া কখনও মেঘলা, কখনও বৃষ্টি হলেও ভোট আবহাওয়া মাপা কঠিন। বঙ্গে এসে ৪২-এ ৪২টি আসনের টার্গেট শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর কণ্ঠে। এদিকে, CAA, 'এজেন্সি রাজনীতি' থেকে শুরু করে বকেয়া প্রাপ্য না দেওয়া এবং আরও অন্যান্য অভিযোগে BJP-র বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তৃণমূল সুুপ্রিমোকে।
রাজ্যের শাসক দলের প্রার্থীদের জন্য জায়গায় জায়গায় গিয়ে সভা করছেন তিনি। এদিকে অভিনব প্রচার কৌশল বেছে নিয়েছেন সমস্ত প্রার্থীরাও। ভোটবঙ্গে প্রচারের কৌশল নিয়ে বিস্তর হোমওয়ার্ক করছেন প্রার্থীরা, তা অনেকাংশেই স্পষ্ট। এদিকে এখনও দুই আসনে প্রার্থী ঘোষণা করেনি BJP- আসানসোল এবং ডায়মন্ড হারবার।
এই নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতাদের কণ্ঠে। যদিও গেরুয়া শিবিরের স্পষ্ট বক্তব্য, দল নির্দিষ্ট সময়ে নিয়ম মোতাবেক প্রার্থীদের নাম ঘোষণা করবে।