• PAC Chairman : মুকুলের পর এসেছিলেন কৃষ্ণ, বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি-র চেয়ারম্যান এবার সুমন কাঞ্জিলাল?
    এই সময় | ১০ এপ্রিল ২০২৪
  • মুকুল রায় সরে যাওয়ার পর বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-এর চেয়ারম্যান হয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কিন্তু, তিনি এই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তাঁর PAC থেকে ইস্তফা দেওয়ার পর সেই দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে চর্চা চলছিল।এবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন বিধায়ক সুমন কাঞ্জিলাল, বিধানসভার সচিবালয় সূত্রে খবর এমনটাই। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। আপাতত লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত এই বিধায়কও। ভোট মিটলে তিনি আসতে পারেন বিধানসভায়।

    তাৎপর্যপূর্ণভাবে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব দেওয়া হয় বিরোধী দলের কোনও বিধায়ককে। সুমন ২০২১ সালে আলিপুরদুয়ার থেকে BJP-র হয়ে নির্বাচনে লড়েছিলেন। জয়ীও হন তিনি। এরপর গত বছর ফেব্রুয়ারিতে তিনি তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু, খাতায় কলমে তিনি এখনও BJP বিধায়ক। সেক্ষেত্রে তাঁকে PAC-এর দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। যদিও এই প্রসঙ্গে সুর চড়াতে শোনা গিয়েছে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    উল্লেখ্য, এর আগে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্বে ছিলেন মুকুল রায়। কিন্তু, তিনি আচমকাই PAC-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ২০২২ সালের জুন মাসে। শারীরিক অসুস্থতার কারণেই তিনি ইস্তফা দিয়েছিলেন বলে জানিয়েছিলেন। এরপর মুকুল রায়ের জায়গায় BJP থেকে তৃণমূলে যোগদান করা বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে এই দায়িত্ব দেওয়া হয়।

    তাঁকে PAC-এর চেয়ারম্যান পদে বসানো নিয়েও বিস্তর সরব হয়েছিল BJP। একুশের বিধানসভা নির্বাচনে তিনি জিতেছিলেন BJP–র টিকিটে। এরপর অবশ্য দল বদল করে নেন তিনি। সেই কৃষ্ণ কল্যাণীকেই PAC-এর দায়িত্ব দেওয়া হয়েছিল।

    এই নিয়ে সুর চড়িয়েছিল গেরুয়া শিবির। উল্লেখযোগ্যভাবে, এই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রার্থী হিসেবে তিনি এই ধরনের কমিটির চেয়ারম্যান পদে থাকতে পারেন না। আর সেই কারণেই সুমন কাঞ্জিলালের কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর।

    যদিও এই প্রসঙ্গে এখনও কোনও অনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সুমন কাঞ্জিলালও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। উল্লেখ্য, ২০২৩ সালে ৫ ফেব্রুয়ারি কলকাতায় ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলে যোগদান করেন সুমন। উল্লেখ্য, এর আগে সংশ্লিষ্ট পদের দায়িত্ব ছিল মানস ভ্যুঁইয়া, শংকর সিংয়ের উপর। এখন শেষমেশ কার কাঁধে এই দায়িত্ব যায়, তা দেখার।
  • Link to this news (এই সময়)