• 'গাড়িতে আছে, দরকার হলে বের করব', লাঠি নিয়েই ঘুরছেন দিলীপ
    এই সময় | ১০ এপ্রিল ২০২৪
  • মঙ্গলবার হাতে লাঠি নিয়ে প্রচারে বেরোতে দেখা গিয়েছিল তাঁকে। যা নিয়ে রাজনৈতিকমহলে বেশ চর্চাও শুরু হয়ে গিয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফের সেই লাঠি প্রসঙ্গে মুখ খুললেন বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুধবার বর্ধমানের কালনা গেট এলাকার BRAC ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণে দেখা যায় দিলীপ ঘোষকে। এরপরেই বর্ধমানের মৌসুমী ক্লাব এলাকায় চা - চক্রে যেন দেন তিনি।দুর্গাপুরের স্টিক হাতে নিয়ে মর্নিং ওয়াক করার ক্ষেত্রে দিলীপর ঘোষের সাফাই ছিল, ঘনিষ্ঠজনের পরামর্শেই তাঁর এই লাঠি নিয়ে প্রাতঃভ্রমণ। সেক্ষেত্রে বর্ধমানেও এমন কোনও পরামর্শ রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, 'আমার মনে হয় না বর্ধমানে উৎপাতের লোক আছে। আর থাকলে তাঁদের ঠান্ডা করার অন্য রাস্তাও আমাদের আছে। সকালবেলা আমাকে হাতে একজন স্টিক দিল, সেটা নিয়ে ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বের করব।' দিলীপের এহেন মন্তব্য নতুন করে 'স্টিক' বিতর্ক উস্কে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ। প্রসঙ্গত, হাতে লাঠি নিয়ে মর্নিং ওয়াকে কেন? এই প্রশ্নের জবাবে মঙ্গলবার দিলীপের বলেন, 'রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক সামনে আসছে, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই ডান্ডা আছে।'

    এদিকে জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'সিবিআই ছাড়া এখানকার কোন অপরাধের কিনারা হয় না। এই রাজ্যের সরকারের উপর, প্রশাসনের উপর, পুলিশ, সিআইডির উপর কারও ভরসা নেই। তৃণমূলের লোকেদেরও ভরসা নেই। সাধারন জনতাকে যদি সুবিচার দিতে, অপরাধীদের যদি সাজা দিতে হয়, তাহলে সিবিআই চাই, ইডি চাই। এখন এনআইএ এসেছে, যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে, বোমা বিস্ফোরণ হচ্ছে, তার বিরুদ্ধে এখানকার সরকারের যারা, তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ কী? তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত।'

    এই প্রসঙ্গে বলতে গিয়ে, খাগড়াগড়ের প্রসঙ্গও উঠে আসে দিলীপের কথায়। দিলীপ বলেন, 'বোমা বিস্ফোরণ তো এখান থেকেই শুরু হয়েছিল, আমিও এসেছিলাম সেই সময়। এই ধরনের ভয়ঙ্কর ঘটনা হয়েছে, তার কোনও কিনারা হয়নি, কাউকে সাজা দেওয়া হয়নি, পটাকা ফেটেছে বলে যাচ্ছে, এই সরকারের সময় এত পটাকা ফাটছে কেন? এত বাড়িঘরে উড়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হাত পা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। যেখানে বিস্ফোরণ হচ্ছে গিয়ে দেখুন বাড়ি উড়ে যাচ্ছে, বাড়ির চাল পর্যন্ত উড়ে যাচ্ছে। সেই জন্য এনআইএ তদন্ত করে, এর পিছনে কী রহস্য, কোথা থেকে যুক্ত তা বের করতে হবে।'
  • Link to this news (এই সময়)