পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনায় তিনদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। ঘটনার তদন্ত করছে ভূপতিনগর থানার পুলিশ। কিন্তু তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি-সহ বিরোধী দলগুলি। কেন এখনও কেউ ধরা পড়ল না তা নিয়ে মুখে কুলুপ পুলিশের।