Chaitra Navratri 2024 Day 2: দূর হয় যাবতীয় দুঃষ্টকষ্ট, লেখাপড়ার বাধা, কীভাবে তুষ্ট করা যায় দেবী ব্রহ্মচারিণীকে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ এপ্রিল ২০২৪
Chaitra Navratri 2024 in Bengali:
গুপ্ত নবরাত্রিকে হিসেবে ধরলে বর্তমানে বছরের তৃতীয় নবরাত্রি চলছে। বুধবার ১০ এপ্রিল, তৃতীয় নবরাত্রির দ্বিতীয় দিন। এই দিনে দেবী ব্রহ্মচারিণীর পূজা করা হয়। এই রূপে দেবী মহামায়া দেবী সরস্বতী বা সর্ববিদ্যার দেবী রূপে অধিষ্ঠিতা। মহাবিশ্বের স্রষ্টা প্রজাপিতা ব্রহ্মা। তাঁর শক্তির রূপ হলেন ব্রহ্মচারিণী। তিনি ব্রহ্মাণ্ডের জন্মদাত্রী।