Chaitra Navratri 2024 Day 2: চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিনে পূজিতা হন দেবী ব্রহ্মচারিণী, জানুন তাঁর মাহাত্ম্য কথা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ এপ্রিল ২০২৪
Chaitra Navratri 2024 in Bengali:
তন্ত্রমতে দেবী ব্রহ্মচারিণী ব্রহ্মের প্রতিনিধি রূপে দেবতাদের দর্পও চূর্ণ করেছিলেন। দেবীর ভৈরবের নাম চন্দ্রমৌলীশ্বর। দেবীপুরাণ অনুযায়ী, তিনি সর্ববেদে বিচরণ করেন। আর, সেই কারণেই দেবী পার্বতীরই অপর নাম ‘ব্রহ্মচারিণী’।