• ‌ নোবেলজয়ী বিজ্ঞানী পিটার হিগস প্রয়াত
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নোবেলজয়ী পিটার হিগস প্রয়াত। বোসন তথা ‘ঈশ্বর কণা’র আবিষ্কারক পিটার হিগস স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ব্রিটিশ বিজ্ঞানীর বয়স হয়েছিল ৯৪ বছর। প্রায় ৫ দশক ধরে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন হিগস। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার, ৮ এপ্রিল নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন পিটার হিগস। তিনি একজন মহান শিক্ষক ও দূরদর্শী বিজ্ঞানী ছিলেন। নতুন যুগের উঠতি বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস ছিলে তিনি। হিগসের প্রয়াণে তাঁর পরিবার শোকগ্রস্ত।’‌ প্রসঙ্গত, ১৯৬৪ সালে হিগস বোসন তথা ‘ঈশ্বর কণা’র অস্তিত্বের কথা বলে বৈজ্ঞানিক মহলে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। এই থিওরির জন্য ২০১৩ সালে পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরস্কার পান। 
  • Link to this news (আজকাল)