• ‌ প্রথম দফার নির্বাচনে লড়া প্রার্থীদের মধ্যে ধনীতম কমল নাথের পুত্র নকুল, মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন ...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। ২১ রাজ্যের ১০২ আসনে ওইদিন হবে ভোটগ্রহণ। তার মধ্যে পশ্চিমবঙ্গ যেমন রয়েছে, তেমনই রয়েছে মধ্যপ্রদেশ, তামিলনাড়ুর মতো একাধিক রাজ্য। প্রথম দফায় নির্বাচনে যাঁরা লড়তে চলেছেন, নির্বাচনী হলফনামা দেখলে জানা যাচ্ছে, ধনীতম প্রার্থী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথ। যার মোট সম্পদের পরিমাণ ৭১৭ কোটি টাকা। প্রসঙ্গত, কয়েকমাস আগেও বাবা–ছেলের কংগ্রেস ছাড়া নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছিল। যদিও শেষপর্যন্ত তা হয়নি। ২০২৩ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কমল নাথ দল ছাড়তে চেয়েছিলেন। কিন্তু হাইকমান্ড বুঝিয়েসুঝিয়ে কমল নাথকে শান্ত করে। এদিকে, ২০১৯ সালে ছিন্দওয়াড়া কেন্দ্র থেকে জিতেছিলেন নকুল নাথ। এবারও তিনি সেই আসনে টিকিট পেয়েছেন। তিনিই প্রথম দফায় লড়া প্রার্থীদের মধ্যে ধনীতম। তালিকায় দুইয়ে আছেন এআইএডিএমকে’‌র অশোক কুমার। তামিলনাড়ুর এরোদ থেকে লড়বেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি টাকা। আর তালিকায় তিনে আছেন তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্র থেকে লড়তে চলা বিজেপি প্রার্থী দেবনাথন যাদব। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০৪ কোটি টাকা। 
  • Link to this news (আজকাল)