• এস এন ইউ-তে ‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ঠিক থাকে তবে জীবন হয়ে ওঠে সুন্দর। এন এন ইউ-তে সোমবার পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস। উদ্বোধন হল স্বাস্থ্য কেন্দ্রের। ইউনিভার্সিটির হেলথকেয়ার এবং হসপিটাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, সঙ্গে ছিল হেল্থ সায়েন্স বিভাগও। এবারের ভাবনা ছিল, আমার স্বাস্থ্য, আমার অধিকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার সিএমআরআই হাসপাতালের নেফ্রোলজি বিভাগের চিকিৎসক ডাঃ কৌশিক দাস, সিএমআরআই হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ পর্ণমিতা ভট্টাচার্য এবং সমাজকর্মী সুপর্ণা হালদার। ডাঃ কৌশিক দাস কিডনির নানা রোগ নিয়ে আলোচনা করেন। অন্যদিকে ডাঃ পর্ণমিতা ভট্টাচার্য ক্যান্সার নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি সুপর্ণা হালদার স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। অনুষ্ঠান উপস্থিত ছিলেন এস এন ইউর উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চ্যাটার্জি, কার্ডিও সার্জেন ডাঃ ভবতোষ বিশ্বাস এবং এন এন ইউ-র কর্তাব্যক্তিরা। হেল্থকেয়ার এবং হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের পড়ুয়ারা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য দিবসে এই ধরণের একটি অনুষ্ঠান সকলের নজর কাড়ে। এস এন ইউ ক্যাম্পাস চত্বরে একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনও করা হয়। এর সুবিধা সকলেই নিতে পারবেন।
  • Link to this news (আজকাল)