ইদে ভিজতে পারে একাধিক জেলা, কেমন থাকবে তিলোত্তমার আবহাওয়া?
প্রতিদিন | ১০ এপ্রিল ২০২৪
নিরুফা খাতুন: বৃহ্স্পতিবার ইদ। সকলের মনেই প্রশ্ন, ইদে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টিতে ভিজবে বাংলা নাকি ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা হবে। উত্তর দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে বৃষ্টি সম্ভাবনা খুবই কম। তিলোত্তমায় একেবারেই বৃষ্টি হবে না। রাজ্যজুড়ে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১২ই এপ্রিল, শুক্রবার। গুজরাট থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। মারাঠাওয়াড়া, অসম, উত্তরবঙ্গ ও রাজস্থানে ঘূর্ণাবর্তও রয়েছে। হাওয়া অফিসের দাবি, এর ফলে বাড়বে গরম। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামিকাল দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতেও পারে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ইদে কলকাতায় বৃষ্টির কার্যত সম্ভাবনা নেই। বেলা বাড়লে বাড়বে অস্বস্তি।
তবে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি। বৃষ্টির সম্ভাবনা কম। গরম ও শুষ্ক আবহাওয়া।