BJP Candidate List : শ্বশুরবাড়ি এলাকায় আর নয়, 'ডুমুরের ফুল' আলুওয়ালিয়া এবার 'প্রতিবেশী' আসানসোলে
এই সময় | ১০ এপ্রিল ২০২৪
দীর্ঘ প্রতীক্ষার অবশেষে আসানসোল কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। প্রাক্তন সাংসদ এসএস আহলুওয়ালিয়াকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। তিনি ২০১৯ সালে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। ২০১৪ সালেও তিনি ভোটে জয়ী হয়েছিলেন। সেই বার বাংলা থেকে দুটি আসন পেয়েছিল BJP। এসএস আহলুওয়ালিয়া এবং বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিল।প্রার্থী তালিকা
আহলুওয়ালিয়া পেশায় আইনজীবী। ১৭তম লোকসভা নির্বাচনে তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। ২০১৪ সালে তিনি দার্জিলিং লোকসভা থেকে পদ্ম প্রতীকে লড়েন এবং জয়ী হন। তার আগে তিনি উচ্চকক্ষের সদস্য ছিলেন। ২০১৯ সালেও শেষ মুহূর্তে নাম ঘোষণা হয়েছিল এসএস আহলুওয়ালিয়ার। ২০১৬ এবং ২০১৯ দুই লোকসভা নির্বাচনে জয়ী হলেও প্রতিবাদ তাঁর বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল, জয়ী হওয়ার পর তাঁকে আর নিজের সংসদীয় এলাকায় সেভাবে দেখা যায় না। এ
আসন্ন লোকসভা নির্বাচনে BJP আসানসোল কেন্দ্রের জন্য প্রথম তালিকায় নাম রেখেছিল পবন সিংয়ের। এই ভোজপুরী গায়ককে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সামনে দাঁড় করানোর পরিকল্পনা ছিল গেরুয়া শিবিরের। কিন্তু, ভোটযুদ্ধের আগেই তিনি ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পবন সিং।
এরপর আসানসোলের প্রার্থী কাকে করবে গেরুয়া শিবির, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছিল। নাম উঠে এসেছিল আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির। কিন্তু, শেষ পর্যন্ত তাঁর ভাগ্যে শিকে ছিঁড়ল না। পুরনো সৈনিকেই ভরসা রাখল গেরুয়া শিবির। ২০১৪ এবং ২০১৯ দুই নির্বাচনেই আসানসোল থেকে জয় ছিনিয়ে এনেছিলেন বাবুল সুপ্রিয়।
রাজনৈতিক মহলের একাংশের কথায়, এর অনেকটাই ছিল 'বাবুল ক্যারিশ্মা'। কিন্তু, একুশের বিধানসভা নির্বাচনের পর BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেন বাবুল। সেই সময় সাংসদ পদও ত্যাগ করেছিলেন তিনি। এরপর ফের আসানসোল কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তৃণমূল প্রার্থী করে শত্রুঘ্ন সিনহাকে। জয়ী হয়েছিলেন তিনি।
এই লোকসভা নির্বাচনেও শত্রুঘ্নর উপরেই ভরসা রেখে তৃণমূল। আসানসোলে ১৩ মে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ দফায় সংশ্লিষ্ট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। প্রচার ময়দানে নেমেছেন শত্রুঘ্ন। BJP-র দেরিতে প্রার্থী ঘোষণা আদতে 'ডিসঅ্যাডভান্টেজ' কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের অন্দরে। এখন দেখার সেই কেন্দ্রে শেষ হাসি কে হাসে!