চার সরকারি হাসপাতালে দিনভর হয়রানির শিকার প্রতিবন্ধী মহিলা
এই সময় | ১০ এপ্রিল ২০২৪
এই সময়: পথ দুর্ঘটনায় আহত এক মহিলাকে চার-চারটি সরকারি হাসপাতালে ঘুরেও ভর্তি করতে পারলেন না পরিজনেরা। তাঁদের অভিযোগ, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, কামারহাটি সাগর দত্ত হাসপাতাল, আরজি কর এবং এসএসকেএম চষে ফেলেও প্রিয়জনকে ভর্তি করাতে পারেননি তাঁরা।কোথাও বলা হয়েছে পরিকাঠামোর সমস্যা, তো কোথাও চিকিৎসকের অনুপস্থিতি, কোথাও আবার বেডের অভাব। ফলে অসহায় রোগী-পরিজনকে এসএসকেএম চত্বরেই রাত কাটাতে হয়েছে অ্যাম্বুল্যান্সের ভিতরে। প্রায় ২০ ঘণ্টা ধরে চলা এই হয়রানির পরে শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের হস্তক্ষেপে এসএসকেএম কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়ে ভর্তি করেন উমা দত্ত নামে বছর পঁয়তাল্লিশের ওই মহিলাকে।
সোমবার বিকেলে একটি ম্যাটাডোরের ধাক্কায় কোমর ও পা ভাঙে মানসিক ও শারীরিক ভাবে প্রতিবন্ধকতার শিকার উমা। পরিবারের লোকজন প্রথমে তাঁকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পরিকাঠামোর অভাব দেখিয়ে উমাকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ। সাগর দত্ত হাসপাতালেও একই কারণে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
তাঁদের বক্তব্য, এর পরে আরজি করে গেলে সেখান থেকে বলা হয়, অর্থোপেডিক বিভাগ অস্ত্রোপচার করতে রাজি থাকলেও, যেহেতু এই অপারেশনে প্লাস্টিক সার্জারিরও প্রয়োজন রয়েছে এবং সেই মুহূর্তে কোনও প্লাস্টিক সার্জেন হাসপাতালে নেই, তাই ভর্তি করা মুশকিল। অভিযোগ, পরিজনকে লিখে দিতে হয় যে ‘স্বেচ্ছায় এসএসকেএম যাচ্ছি’। কিন্তু এসএসকেএমের ট্রমাকেয়ার সেন্টারে গিয়েও তাঁদের শুনতে হয়, বেড খালি নেই।
অগত্যা রাতভর এসএসকেএম চত্বরে অ্যাম্বুল্যান্সের মধ্যে রাত কাটিয়ে মঙ্গলবার সকালে অর্থোপেডিক আউটডোরে দেখানো হয় উমাকে। চিকিৎসক অপারেশনের জন্য ভর্তির কথা লিখে দেন প্রেসক্রিপশনে। কিন্তু অ্যানাস্থেশিয়া চেক-আপ না হতে পারায় ফের ভর্তি আটকে যায় বলে অভিযোগ।
বিষয়টি এর পরেই সংবাদমাধ্যমের গোচরে আসে। তার পরেই নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ। নিউ ইমার্জেন্সি অর্থোপেডিক ফিমেল ওয়ার্ডে অবশেষে এদিন বিকেলে ভর্তি হন জখম মহিলা। এ বিষয়ে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘ঘটনার কথা খোঁজ নিয়ে দেখবো।’