• Parakala Prabhakar : '২৪-এ ক্ষমতায় এলে দেশের মানচিত্র বদলে দেবেন মোদী', নির্মলার স্বামীর মন্তব্যে ফের অস্বস্তিতে বিজেপি
    এই সময় | ১০ এপ্রিল ২০২৪
  • ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফের একবার BJP জয়ী হলে দেশের মানচিত্র বদলে যাবে। এমনটাই মনে করছেন নির্মলা সীতারমনের স্বামী পরাকলা প্রভাকর।গোটা দেশে লাদাখ-মণিপুরের মতো পরিস্থিতি হবে বলেও মনে করছেন পরাকলা প্রভাকর। এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে কংগ্রেস। যেখানে বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকরকে বলতে শোনা যায়, '২০২৪ সালে ফের একবার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী বসলে দেশে আর কোনও নির্বাচন হবে না। আপনারাও আর তেমনটা আশা করবেন না।' পাশাপাশি নির্মলা সীতারমনের স্বামীর দাবি, দেশের সংবিধান এবং ভারতের মানচিত্রও বদলে যাবে ফের একবার BJP ক্ষমতায় এলে। তিনি বলেন, 'আপনি হয়তো চিনতেই পারবেন না। দেশের সংবিধান এবং মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে।'

    পরাকলা প্রভাকর আরও বলেন, 'অধিকাংশ সময় BJP নেতা এবং প্রধানমন্ত্রী মোদীর মুখে যে ধরণের মন্তব্য শোনা যায়, দিল্লির লালকেল্লা থেকেও তেমন হেটস্পিচ শোনা যাবে। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে নরেন্দ্র মোদী নিজে দিল্লির লালকেল্লা থেকে ঘৃণার ভাষণ দেবেন। আর কোনও রাখঢাক হবে না। খোলাখুলি হেটস্পিচ দেওয়া হবে দেশে।'

    মণিপুরের যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল, কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে যে ধরণের সংঘর্ষ তৈরি হয়েছিল, তা এবার গোটা দেশে দেখা যাবে বলেও মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী।

    পরাকলা প্রভাকর লোকসভা নির্বাচনের আগে ফের এবার খবরের শিরোনামে। তাঁর একের পর এক বাউন্সারে গেরুয়া শিবির অস্বস্তিতে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা সীতারমনের স্বামী বলেন, 'এমনটা হতে পারে, যদি এই সরকার ফের ক্ষমতায় আসে তবে আর কোনও নির্বাচন হবে না দেশে। ভোটাধিকার প্রয়োগ করার আশা করবেন না আর। এর পর আর কোনও ভোটই হবে না ভারতে।' এর আগে পরাকলা প্রভাকর নোটবন্দি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো ইস্যুগুলি নিয়ে একাধিকবার কেন্দ্রের BJP সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এ ছাড়াও পরাকলা প্রভাকর সম্প্রতি নির্বাচনী বন্ড নিয়ে মন্তব্য করেছিলেন। এই অর্থনীতিবিদ বলেন, 'নির্বাচনী বন্ড কেবলমাত্র দেশ নয় গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি।'

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমের স্বামী পরাকলা প্রভাকর একজন জনপ্রিয় অর্থনীতিবিদ। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্ধ্র প্রদেশ সরকারের অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। তিনি ওই রাজ্যের সরকারের কমিউনিকেশন অ্যাডভাইসর।
  • Link to this news (এই সময়)