Ajit Doval: 'ভারতীয় সভ্যতা অন্যতম প্রাচীন...' বই প্রকাশ অনুষ্ঠানে দাবি অজিত ডোভালের
এই সময় | ১০ এপ্রিল ২০২৪
মঙ্গলবার নয়াদিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে ভারতয় সভ্যতা নিয়ে সরব হলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজি ডোভাল। এদিন বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন দ্বারা আয়োজিত প্রাচীন ভারতের ইতিহাস সম্বধিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বক্তৃতা দেওয়ার সময় ভারতীয় সভ্যতার কথা শোনা যায় তাঁর মুখে।এদিন এনএসএ অজিত ডোভাল বলেন ভারতীয় সভ্যতা প্রচীনতম এবং অবিচ্ছিন্ন সভ্যতাগুলির মধ্যে একটি। তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছু প্রশ্ন ছিল যা আমাদের বিরোধীতাকরী। সেগুলি নয়ে কেউ প্রশ্ন করেনি। তিনি বলেন, ‘এই প্রশ্নগুলির মধ্যে একটি হল এর প্রাচীনত্ব। প্রচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি এবং সম্ভবত মানব জীবন বিকশিত হয়েছিল এবং সমাজ নিজেকে অনেক উচ্চতায় নিখুঁত করেছিল।’ তিনি যোগ করেন, এখন প্রশ্ন হল কারা এটি করেছে? তারা আসল মানুষ ছিল নাকি বাইরে থেকে এসেছে, তারা হয়তো এ ব্যাপারে পক্ষপাতদুষ্ট, কিন্তু তারা সবাই স্বীকার করে যে এটি প্রাচীন সভ্যতা।
ভারতীয় সভ্যতার আরও একটি গুণের উল্লেখ করে তিনি নিরবচ্ছিন্নতার উপর জোর দেন। তিনি বলেন, এটি ধারাবাহিকতা অর্থাৎ যদি এটি ৪০০০ বা ৫০০০ বছর আগে শুরু হয় তাহলে এটি আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে কোনও রকমের ব্যাঘাত নেই। তাই এটি একটি ধারাবাহিকতা ছিল। ডোভাল এরপর তুলে ধরেন এর তৃতীয় বৈশিষ্ট্যটি। আর সেটি হল এর বিশাল বিস্তৃতি। তিনি বলেন, ‘এটি একটি ছোট গ্রাম ছিল না যা আপনি একটি উন্নত দ্বীপ বা এই জাতীয় কিছুর সঙ্গে কোথাও কোনও মিল খুঁজে পান। এটি অক্সাস নদী থেকে ম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়া এবং তারও পরের কোনও জায়গা যেখানে সভ্যতর পায়ের ছাপ ছিল খুব বেশি দৃশ্যমান।’
আলোচন প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে, আলেকজান্ডারের ভারত সফর ভারতীয় ইতিহাসে একটি অঘটন ছিল। কিন্তু পশ্চিম ইতিহাসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ফলে আপনি যখন এতবিশাল এলাকার ৬০০০ ব ৮০০০বছরের অবিচ্ছিন্ন ইতিহাসের বিস্তৃতি সম্পর্কে চিন্তা করেন, তখন যে আখ্যানটি আনা হয়েছে তা হল সম্ভবত পশ্চিমের কোনও জেলায় ভারতীয় ইতিহাসের প্রথম অধ্যায়। যেটি আলেকজান্ডর দিয়ে শুরু। এই আলেকজান্ডারই প্রথম যিনি ভারত আবিষ্কার করেছিলেন। এটি ছিল পশ্চিমের বিজয়।
নিজের আলোচনার মধ্যে দিয়েই ডোভাল এদিন বলেন, আলেকজান্ডার শুধুমাত্র ভারতের সীমন্ত পর্যন্ত এসেছিলেন, তারপর আর এগোতে সক্ষম হননি।