• হাওয়া ভালো নয়? ভোটের ৮ দিন আগে বাংলায় ৩৫ থেকে 'টার্গেট' কমালেন শাহ
    এই সময় | ১০ এপ্রিল ২০২৪
  • সময়টা প্রায় ১ বছরের ব্যবধান। আর এই ১ বছরের ব্যবধানে নিজের টার্গেট কি নিজেই কমিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? সোমবার বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য দলের সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বাংলা থেকে বিজেপিকে ৩০ আসনে জয়ী করার আবেদন জানান অমিত শাহ।কেন্দ্রীয় স্বরাীষ্ট্রমন্ত্রী বলেন, '২০১৪ সালে আমরা এসেছিলাম, বাংলার মানুষ আমাদের শুধু ২টি আসন দিয়েছিলেন। ফের ১৯-এ এলাম, আপনারা ১৮ আসন দিলেন। ১৯-এ আপনারা ১৮ দিলেন, তো মোদীজি ৩০০-র বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী হন। এবার ২০২৪-এ ১৮ থেকে বাড়িয়ে ৩০ করতে হবে, আর ৩৭০ পার করতে হবে। আপনারা বলুন, হয়ে যাবে তো?'

    অমিত শাহর এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। কারণ এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে রাজ্যে এসে বীরভূমে সভা করেছিলেন অমিত শাহ। সেই সময় লোকসভার টার্গেট বেঁধে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সভা থেকে শাহ বলেন,'অনুপ্রবেশ থেকে সন্ত্রাস সব কিছুর একটাই সমাধান, ডবল ইঞ্জিন সরকার। দিদি ও ভাইপোর দুর্নীতি বন্ধ করতে একটাই সমাধান ভারতীয় জনতা পার্টি। অসমকে দেখুন, বিজেপি সরকার আসতেই বন্ধ অনুপ্রবেশ ও গোরু পাচার। ২০২৪-এর ভোটে আপনারা আমাকে ৩৫ আসন দিন।'

    অন্যদিকে এদিন অমিত শাহর গলায় শোনা অনুপ্রবেশ প্রসঙ্গও। অনুপ্রবেশ রুখতে গেলে ফের একবার নরেন্দ্র মোদীকেই ক্ষমতায় আনতে হবে বলেও মন্তব্য করেন শাহ। এই প্রসঙ্গে প্রতিবেশী রাজ্য অসমের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। শাহ বলেন, 'অসমে অনুপ্রবেশের এমনই সমস্যা ছিল। অসমের মানুষ সিদ্ধান্ত নিলেন, বিজেপির সরকার তৈরি করলেন, আর এখন অসম সীমান্ত দিয়ে কেউ অনুপ্রবেশ করতে পারে না। আমরা অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছি। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'আমি আপনাদের মোদীর গ্যারান্টি দিতে এসেছি। ৩০ আসন পার করিয়ে দিন, বাংলায় বিজেপির সরকার গড়ে দিন, কাউকে আর অনুপ্রবেশ করতে দেবে না।'

    একইসঙ্গে রামমন্দিরের প্রসঙ্গও উত্থাপন করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, কংগ্রেস, কমিউনিস্ট ও তৃণমূল একসঙ্গে মিলে রামমন্দিরে বাধা দিচ্ছিল। তুষ্টিকরণের জন্য রামমন্দির তৈরিতে বাধা দেওয়া হচ্ছিল। কিন্তু মোদীজি ৫ বছরের মধ্যেই তা তৈরি করে দিয়েছেন।
  • Link to this news (এই সময়)