মানুষ আশীর্বাদ না করলেও 'দিদি নম্বর ওয়ান'-এর মাধ্যমে পাশে থাকব : রচনা
এই সময় | ১০ এপ্রিল ২০২৪
হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জোরকদমে প্রচার করছেন। এলাকায় এলাকায় গিয়ে প্রচার চালাতে দেখা যাচ্ছে তাঁকে। এদিকে রচনা বন্দ্যোপাধ্যায় 'দিদি নং ১' শোয়ের সঞ্চালনা করে ভরপুর জনপ্রিয়তা পেয়েছেন। গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের মহিলাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছেন তিনি।মঙ্গলবার ভদ্রেশ্বরে গিয়ে জনসংযোগ করেছেন রচনা। সেখানে এদিন তিনি বলেন, 'মন থেকে মানুষের পাশে দাঁড়াব বলে এসেছি। মানুষ যদি আশীর্বাদ করেন তাহলে মানুষের পাশে থাকব। মানুষ যদি আশীর্বাদ নাও করেন তাও পাশে থাকব দিদি নং ওয়ান-এর থ্রু (মধ্য) দিয়ে।'
এদিন চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভার ৬,৮,১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি ভদ্রেশ্বরনাথ মন্দিরে পুজো দেন। এদিন প্রচার শেষে ভদ্রেশ্বর বাবুঘাটে সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি হাজির হন তৃণমূলের কর্মিসভাতেও। ভদ্রেশ্বরে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রটি হাতছাড়া হয়েছিল রাজ্যের শাসক দলের। BJP-র প্রতীকে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। এবার সংশ্লিষ্ট কেন্দ্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। প্রার্থী নামেও ছিল বিশেষ চমক।
মন থেকে মানুষের পাশে দাঁড়াব বলে এসেছিরচনা বন্দ্যোপাধ্যায়
টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছিল রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। লকেট এবং রচনা দীর্ঘদিনের সহকর্মী। একাধিক ছবিতে কাজ করেছিলেন তাঁরা। ভোটময়দানে নেমে সরাসরি লকেটকে সেভাবে নিশানা করতে দেখা যায়নি লকেট চট্টোপাধ্যায়কে। বরং তিনি বলেছিলেন এই ভোটযুদ্ধ মোদী বনাম মমতা।
তবে রচনা অবশ্য ‘খুল্লামখুল্লা’ ভোটের রণাঙ্গনে হুংকার দিয়েছেন প্রতিপক্ষকে। দুই জনকেই প্রচার ময়দানে দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে। রচনা বন্দ্যোপাধ্যায় এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। মিশে যাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে।
কখনও দলীয় কর্মীদের ঘুগনি খাওয়াতে দেখা গিয়েছে তাঁকে, আবার কখনও তিনি সস্নেহে বলেছেন, ‘সবার আগে মায়ের জায়গা’। রাজনৈতিক মহলের একাংশের কথায়, ‘রিয়্যালিটি শোয়ের জন্য মহিলাদের কাছে আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ।’
যদিও পালটা সরব লকেট চট্টোপাধ্যায়। তিনি রচনাকে আক্রমণ করেছেন একাধিক প্রচারের জায়গা থেকে। এখন দেখার এই দুই হেভিওয়েট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন!