• ক্ষমতায় এলেই ৫ হাজার টাকা ভাতা! জেল খাটা BJP কর্মীদের জন্য ঘোষণা শুভেন্দুর
    এই সময় | ১০ এপ্রিল ২০২৪
  • লোকসভা ভোট দোরগোড়ায়। বাক্যবাণে প্রতিপক্ষকে বিদ্ধ করছেন সমস্ত রাজনীতিকরাই। এরই মধ্যে এবার 'মিথ্যা মামলায়' জেল খাটা BJP কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঙ্গলবার হরিপুরে একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন। সেখানেই তিনি এই কথা বলেন।

    ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী?

    শুভেন্দু অধিকারী বলেন, ' 'মিথ্যা মামলায়' যত BJP কর্মী জেল খেটেছেন, আমরা ক্ষমতায় এলে তাঁদের সংগ্রামী ভাতা দেওয়া হবে।' এদিকে পালটা সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, 'নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। এখন এই টাকা দেব, ভাতা দেব, এগুলো ঘোষণা করা যায় না। BJP জানে জীবনে ক্ষমতায় আসবে না। অর্থাৎ এই ভাতা দিতেই হবে না। সেই কারণে হাস্যকরভাবে সংগ্রামী ভাতা ঘোষণা করা হয়েছে। এতে ওদের দলের লোকেরাই হাসছে। এরা দেব বলে দেয় না। আগে বলেছিল ১৫ লাখ পার অ্যাকাউন্ট। ওরা জানে জীবনে ক্ষমতায় আসবে না। তাই মুখে লাগামও থাকে না।'এদিন নন্দীগ্রামের IC-র উদ্দেশেও গুরুত্বপূর্ণ মন্তব্য করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, 'নন্দীগ্রামের IC খুব বেড়েছেন। বেশি বাড়বেন না। এটা সতর্কবাতা, হুঁশিয়ারি নয়। যাঁরা মিথ্যা রিপোর্ট দিয়ে আমাদের কর্মীদের জেল খাটিয়েছে তাঁদের নাম লেখা রয়েছে।' এই প্রসঙ্গে ভূপতিনগরের OC-র বিষয়টিও উল্লেখ করেন তিনি।

    এদিকে শুভেন্দু অধিকারীকে পালটা কটাক্ষ করেছেন নন্দীগ্রাম ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি বলেন, 'নির্বাচনে কাজ করানোর লোক পাচ্ছে না। তাই যা খুশি করছে। বুথে বুথে BJP লোক পাচ্ছে না। আর সেই জন্যই এখন শুভেন্দু অধিকারীর কণ্ঠে টাকার কথা শোনা যাচ্ছে।'

    স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের কটাক্ষ, যাঁরা জেল খেটেছেন এখন তাঁরাও সংগ্রামী! শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জায়গায় জায়গায় সভা করছেন শুভেন্দু অধিকারী।

    এবার বঙ্গ BJP-র জন্য ৩৫ আসনের ‘টার্গেট’ বেঁধে দিয়েছেন অমিত শাহ, গেরুয়া শিবির সূত্রে খবর এমনটাই। যদিও বাংলায় এসে বিজেপির প্রধান মুখ মোদীর কণ্ঠে শোনা গিয়েছিল ৪২-এ ৪২-এর হুংকার। একাধিকবার বঙ্গে এসে সভা করেছেন মোদী। আজ বুধবার বালুরঘাট কেন্দ্রের জন্য জনসভা করতে চলেছেন অমিত শাহ।
  • Link to this news (এই সময়)