• Rekha Patra: নুরুলের পর হাসপাতালে রেখাও, বসিরহাটে ফের অসুস্থ বিজেপি প্রার্থী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ এপ্রিল ২০২৪
  • Basirhat BJP Candidate Rekha Patra’s Health Condition:

    আবার অসুস্থ হয়ে পড়লেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র! হিঙ্গলগঞ্জের দুলদুলিতে প্রচারে বেরিয়ে শ্বাসকষ্টের সমস্যা বোধ করায় রেখাকে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান দলের কর্মী, সমর্থকরা। সেখানে জরুরি বিভাগে প্রথমিক চিকিৎসা চলে রেখার। পড়ানো হয় অক্সিজেন মাক্স। কিছু ক্ষণ পর রেখা খানিক সুস্থ বোধ করেন বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, গুরুতর কিছু হয়নি প্রার্থীর। মূলত, প্রবল গরমে প্রচার করায় শরীরে মাঝেমাঝেই জলের অভাব হচ্ছে তাঁর। সেই কারণেই অসুস্থ হয়ে পড়ছেন রেখা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)