Burdwan: প্রার্থী কীর্তিকে খাইয়েছিলেন বাড়িতে, সেই তৃণমূল নেত্রীর ভাসুরই চোলাই বেচার অপরাধে গ্রেফতার!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ এপ্রিল ২০২৪
Arrest ON Charges Of Illegal Supply Of Liquor:
ভোটের ময়দানে তুঙ্গে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূলের কীর্তি আজাদের বাক্যবাণের লড়াই। সেই লড়াইয়ে দিলীপ ঘোষকে রসদ যুগিয়ে দিল পূর্ব-বর্ধমানের মন্তেশ্বর ব্লক তৃণমূলের সভানেত্রী চুয়া দত্ত সোমের পরিবারের কীর্তি। কয়েক দিন আগে ভোটের প্রচারে মন্তেশ্বরে এসে কীর্তি তৃণমূলের এই সভানেত্রীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন। সেই সভানেত্রীর ভাসুর অরুণাভ সোমকে একই বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করল। অভিযোগ, বেআইনি ভাবে চোলাই মদের রমরমা কারবারের হোতা অরুণাভ। লোকসভা ভোটের মুখে এমন ঘটনা মন্তেশ্বরে ব্যাপক শোরগোল পড়েছে। এ নিয়ে কটাক্ষের বন্যাও বইয়ে দিচ্ছেন বিজেপি নেতারা।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)