• Supreme Court & Patanjali: ব্যাপক বিপাকে যোগগুরু রামদেব! পতঞ্জলির ‘ইচ্ছাকৃত’ ভুল ক্ষমা করতে নারাজ সুপ্রিম কোর্ট
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ এপ্রিল ২০২৪
  • Supreme Court on Ramdev’s apology in Patanjali ‘misleading’ ads case: যোগগুরু বাবা রামদেবের ক্ষমা গ্রহণ করবে না সুপ্রিম কোর্ট। পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের মামলায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত অবমাননা মামলায় ক্ষমা চেয়েছিলেন যোগগুরু এবং পতঞ্জলি আয়ুর্বেদের ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণ। তার প্রেক্ষিতেই বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ একথা জানিয়েছে। এই প্রসঙ্গে আদালত জানিয়েছে, ‘আমরা আপনাদের হলফনামা গ্রহণ করব না। কারণ, আপনারা যা করেছেন, ইচ্ছাকৃতভাবেই করেছেন। যা বারবার আমাদের আদেশের লঙ্ঘন বলেই আমরা মনে করি।’ শুধু তাই নয়। এই ‘ক্ষমাপ্রার্থনা’ আদৌ আন্তরিক কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)