• ‌হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর শীর্ষ আদালতের দ্বারস্থ কেজরি...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ইডির গ্রেপ্তারির বিরোধিতায় হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করার পাশাপাশি হাইকোর্টের তরফে কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তিনি। জানা গেছে, আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি পেশ করবেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা এবং জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানাবেন। প্রসঙ্গত, দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। আপাতত তিহাড় জেলে বন্দি তিনি। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপ প্রধান। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট রায়দানের সময় জানায়, কেজরির গ্রেপ্তারি বেআইনিভাবে হয়নি। তারপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কেজরি। 
  • Link to this news (আজকাল)