• চৈত্রের শেষলগ্নে বিশ্বভারতীর বসন্ত বন্দনা
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবারও দোলের দিন বসন্তোৎসব পালন করেনি বিশ্বভারতী। বসন্তোৎসবের বদলে বুধবার বিশ্বভারতীতে অনুষ্ঠিত হয় "বসন্ত বন্দনা"। উপাচার্য, সমস্ত ভবনের অধ্যক্ষ, রেজিস্টার, কর্মী মন্ডলী ও কর্মী সংঘের সদস্যরা ছাড়াও পড়ুয়ারা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে।বিশ্বভারতীর গৌরপ্রাঙ্গণে বৈতালিক, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। তবে এবছর অনুষ্ঠানের শেষে "রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে" সংগীত ও নৃত্য পরিবেশিত হলেও ছিল না কোন আবির বা রং খেলা। তার পরিবর্তে ফুল দিয়ে নৃত্যটি সম্পন্ন হয়। সন্ধেয় অবশ্য শ্যামা নৃত্যনাট্যের অনুষ্ঠান রয়েছে। তবে এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও বহিরাগতদের প্রবেশধিকার ছিল না। স্বভাবতই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সেই ক্ষোভের বহিঃপ্রকাশও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।বিশ্বভারতীর বসন্ত উৎসব ও পৌষমেলা দেশ-বিদেশের পর্যটক সহ রাজ্যের প্রত্যেকের কাছে অত্যন্ত জনপ্রিয়। অথচ ২০১৯ সালের পর বসন্তোৎসব বন্ধ করেছে কর্তৃপক্ষ। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পরেও পরিবর্তন হয়নি কোনও কিছুরই।বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, "সদ্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার পর আশ্রম চত্বরে কোনওভাবেই লক্ষাধিক মানুষের সমাগমে বসন্তোৎসব পালন সম্ভব নয়। তাই ভিড় আটকাতে বসন্ত বন্দনার আয়োজন।"
  • Link to this news (আজকাল)