• ক্লাস চলাকালীন প্রাইমারি স্কুলের সিলিং থেকে উদ্ধার ১৪ ফুট লম্বা কিং কোবরা ...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: ক্লাস চলাকালীন স্কুলের সিলিং-এ বিরাট আকারের কিং কোবরা সাপকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্ক ছড়াল পড়ুয়াদের মধ্যে। ভয়ঙ্কর বিষধর সাপটিকে উদ্ধার না করা পর্যন্ত কয়েক ঘণ্টা বন্ধ রইল স্কুল। পরবর্তীতে সর্পপ্রেমী সৈয়দ নৈঈম বাবুন ১৪ ফুট লন্বা কিং কোবরা সাপটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নাগরাকাটায়।জানা গিয়েছে, ডুয়ার্সের নাগরাকাটা চা বাগানের সুখানবাড়ি লাইনে অবস্থিত নাগরাকাটা টি গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলছিল। ক্লাস চলাকালীন হঠাৎ সিলিংয়ের মধ্য থেকে ফোঁস ফোঁস শব্দ শুনতে পায় খুদে পড়ুয়া ও শিক্ষকেরা। প্রথমে তাঁরা সাধারণ কোনও সাপ স্কুলে ঢুকেছে ভাবলেও কিছুক্ষণ পরই তাঁরা বুঝতে পারেন সিলিংয়ের মধ্যে বসে রয়েছে বিশাল আকারের কিং কোবরা সাপ। ভয়ানক বিষধর সাপটিকে দেখে স্কুলের সকলেরই হাড় হিম দশা। মুহূর্তেই ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকেরা সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় সর্পপ্রেমী সৈয়দ নৈঈম বাবুন ও ফরিদুল হক এসে এক ঘণ্টার চেষ্টায় সিলিং থেকে সাপটিকে ধরতে সক্ষম হন। বিরাট আকারের সাপটিকে দেখতে বহু মানুষের সেখানে ভিড় জমান। উদ্ধারের পরই খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে সাপটিকে তুলে দেওয়া হয়। সর্পপ্রেমী বাবুকে সাথে নিয়ে বনকর্মীরা গরুমারা জঙ্গলে সাপটিকে এদিনই ছেড়ে দিয়েছেন বলে বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)