• ভূপতিনগরকাণ্ডে এনআইএ-কে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  ভূপতিনগরকাণ্ডেআপাতত স্বস্তি পেল এনআইএ। ভূপতিনগরের ঘটনায় এনআইএ-কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। এই রক্ষাকবচের ফলেই এনআইএ অফিসারদের আপাতত স্বস্তি। আদালতের নির্দেশ, এনআইএ অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। নিম্ন আদালতে পুলিশ রিপোর্ট দেবে না। কিন্তু তদন্ত চালিয়ে যাবে। তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে পুলিশকে। পাশাপাশি ভূপতিনগরের ২টি মামলায় কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। ২০২২ সালে ডিসেম্বরে ভূপতিনগরের নাড়ুয়াবিলা গ্রামের রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ৩ জন। হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। শনিবার ভূপতিনগর বিস্ফোরণের কাণ্ডের তদন্তে পূর্ব মেদিনীপুরের নাড়ুয়াবিলা গ্রামে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের মতো ভূপতিনগরেও তল্লাশি চলাকালীন আক্রান্ত হন এনআইএ অফিসাররা। অভিযোগ, এনআইএ আধিকারিকদের উপর চড়াও হন গ্রামবাসীদের একাংশ। স্রেফ ইটবৃষ্টি নয়, ভাঙচুর চলে গাড়িতেও। পালটা এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানার স্ত্রী। ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানার পরিবার। এফআইআর দায়ের করে সেই ঘটনার তদন্তও শুরু করে পুলিশ। বিবৃতি জারি করে এনআইএ দাবি করে,"যা অভিযোগ উঠেছে, সবই মিথ্যা। এনআইএ-র ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।" তবে আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেল এনআইএ। 
  • Link to this news (আজকাল)