• Ele‌ction ‌তমোঘ্ন ঘোষের বাড়িতে ‘‌হামলা’‌র অভিযোগ, থানার সামনে বিক্ষোভ বিজেপির ...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়িতে হামলার অভিযোগ উঠল। ভেঙে ফেলা হয়েছে বাড়ির সিসি ক্যামেরা। বাইকে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। দাবি তমোঘ্নর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার প্রতিবাদে আর্মহার্স্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। পাল্টা তৃণমূল সমর্থকরা হাজির হন সেখানে। চলে স্লোগান পাল্টা স্লোগান। প্রসঙ্গত, বুধবার বিজেপি নেতার আমহার্স্ট স্ট্রিটের বাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। তৃণমূলের তরফে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয় বিজেপির তরফে। বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ দাবি করেন, বাইকে চড়ে এসেছিল দুষ্কৃতীরা। হামলাকারীদের টার্গেট ছিলেন তিনি। হামলার প্রতিবাদে আমহার্স্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা। তমোঘ্ন ঘোষের সঙ্গে থানায় উপস্থিত হন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসেন তৃণমূল সমর্থকরা। তারাও পাল্টা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনার জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। এদিকে, তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানান, এই ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। ভিত্তিহীন অভিযোগ করেছে বিজেপি। 
  • Link to this news (আজকাল)