বঙ্গের তিন আসনে আলাদা প্রার্থী দেওয়ার ঘোষণা মতুয়াদের
প্রতিদিন | ১০ এপ্রিল ২০২৪
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ভোটের মুখে মতুয়া গড়ে ফাটল আরও চওড়া! চিন্তা বাড়ছে বিজেপির। কারণ এবার লোকসভা নির্বাচনে রাজ্যের তিন আসনে ?স্বাধীন? প্রার্থী দিচ্ছে মতুয়ারা। তাদের সংগঠন ?শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন? বারাসত, বনগাঁ এবং কৃষ্ণনগর-এই তিন আসনে প্রার্থী দিচ্ছে। যার ফলে বিজেপির চিন্তা বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব বর্ধমানে প্রার্থী দেওয়ার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় সংগঠন।
সংগঠনের অভিযোগ, রাজ্যে মতুয়া ও অন্যান্য় জনজাতিদের উন্নয়ন ব্যাহত হয়েছে। তাদের কথা ভাবাই হয়নি কখনও। তাই এবার রাজ্যের তিন আসনে প্রার্থী দিচ্ছে মতুয়া সংগঠন। পূর্ব বর্ধমানে প্রার্থী দেওয়ার কথা থাকলেও সেখানে যাকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল, তিনি অসুস্থ হওয়ায় ঝুঁকি নেওয়া হয়নি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]