• বারাসতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বদল, একাধিক কেন্দ্রে পুরনো মুখেই ভরসা বামেদের
    এই সময় | ১০ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের জন্য চলছে প্রার্থী ঘোষণার প্রক্রিয়া। একের পর এক দল দফায় দফায় ঘোষণা করে চলেছে প্রার্থী। এবার আরও এক দফা প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। একইসঙ্গে প্রার্থী বদলও করা হল। বারাসত লোকসভা কেন্দ্র প্রার্থী বদল করল বামফ্রন্ট। ওই কেন্দ্রে প্রথমে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষের নাম ঘোষণা করে বামেরা। তবে এবার সেই প্রার্থী বদল করা হল। পরিবর্তে সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে জয়নগর কেন্দ্রে আরএসপি-র সমরেন্দ্রনাথ মণ্ডলের নাম ঘোষণা করা হয়।বারাসত লোকসভা কেন্দ্রে গত ২০০৯ সাল থেকেই জয়ী হয়ে আসছেন কাকলী ঘোষ দস্তিদার। পরপর ৩ বার সেই কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি। এই নির্বাচনেও তাঁকেই টিকিট দিয়েছে তৃণমূল। অন্যদিকে স্বপন মজুমদারকে বারাসতে প্রার্থী করেছে বিজেপি। যদিও তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই উঠেছে বেশকিছু অভিযোগ। এমনকী বারাসতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন দলের কর্মীদেরই একাংশ। তাঁর বিরুদ্ধে গত নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কমিশনে নালিশ জানান কর্মীরা। যার জেরে ভোটের মুখে অস্বস্তিতে পড়তে হয় গেরুয়া শিবিরকে।

    এক্ষেত্রে বিজেপি কর্মীরা আরও অভিযোগ করেন, গত ভোটে হলফনামায় অসমে মাদক পাচার সংক্রান্ত একটি মামলা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন স্বপন। হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তি নিয়েও তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন বিজেপি কর্মীদের একাংশ অভিযোগ করে। এবার এহেন বারাসত কেন্দ্রেই প্রার্থী বদল করল বিজেপি।

    এদিকে লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচন হতে চলেছে বরানগর বিধানসভা কেন্দ্রে। আর সেই সেই জন্য একের পর প্রার্থী ঘোষণা করছে বিভিন্ন রাজনৈতি দল। ইতিমধ্যেই ওই কেন্দ্রর জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ও তৃণমূল। এবার সেই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বামেরাও। বরনাগর বিধানসভা কেন্দ্র থেকে বামেদের হয়ে নির্বাচনে লড়বেন তন্ময় ভট্টাচার্য। বুধবার বামেদের পক্ষ থেকে তন্ময় ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়।

    আরও জানতে রিফ্রেশ করুন...
  • Link to this news (এই সময়)