শাহি উচ্চারণে বালুরঘাট হল বেলুরঘাট! মুহূর্তে ভাইরাল তৃণমূলের শেয়ার করা মিম
এই সময় | ১০ এপ্রিল ২০২৪
বুধবার বালুরঘাটে সভা করেছেন অমিত শাহ। সন্দেশখালি থেকে শুরু করে একাধিক ইস্যুতে তিনি সুর চড়িয়েছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। কিন্তু, শাহের উচ্চারণ উল্লেখ করে তুলোধনা করল তৃণমূল। ২৮ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে অমিত শাহের মন্তব্য়ের একটি অংশ। এই ভিডিয়ো মোতাবেক 'বালুরঘাট'-এর বদলে 'বেলুরঘাট' বলতে শোনা যাচ্ছে অমিত শাহকে। এই নিয়ে সুর চড়িয়েছেন কুণাল ঘোষও। পালটা সরব BJP-ও।তিনি এই অংশে বলছেন, 'এত জোর এবং রাগে দাবাবেন বালুরঘাট থেকে...'। এই অংশেই বালুরঘাট উচ্চারণ নিয়ে তোপ দেগেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের ভিডিয়ো মোতাবেক, বালুরঘাটের বদলে বেলুরঘাট বলেছেন অমিত শাহ। এই ভিডিয়োর সঙ্গে ক্যাপশানে অমিত শাহকে 'পরিযায়ী পাখি' বলে উল্লেখ করা হয়েছে এবং তীব্র কটাক্ষ ছোড়া হয়েছে তাঁকে। তৃণমূলের শেয়ার করা এই ভিডিয়ো ব্যাপক শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পালটা অবশ্য সরব হয়েছে BJP-ও। গেরুয়া শিবিরের নেতা রাহুল সিনহা বলেন, ‘আমি ভিডিয়োটি দেখিনি। তবে একটা জিনিস বলতেই হবে, অবাঙালিদের উচ্চারণ একটা আলাদা। আসলে তৃণমূল কোনও রাজনৈতিক ইস্যু না পেয়ে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করছে। এটা প্রমাণ করে তৃণমূলের দুর্দশা। এই সময় নন ইস্যুতে ইস্যু করে ওরা নিজেরাই খুশি হচ্ছে। মানুষ কোনওভাবেই তা মেনে নেবে না।’
উল্লেখ্য, বালুরঘাট কেন্দ্রে প্রচারে এসে একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেছেন অমিত শাহ। সন্দেশখালিকাণ্ডে সুর চড়াতে দেখা যায় শাহকে। তিনি বলেন, ‘এই ধরনের একটি লজ্জাজনক ঘটনা নিয়েও আপনি রাজনীতি করছেন?’
এদিন ভূপতিনগর প্রসঙ্গেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, 'সকলকে উলটো করে টাঙিয়ে সোজা করে দেওয়া হবে। আপনারা চিন্তা করবেন না।'
তিনি আরও বলেন, 'ভূপতিনগরে ২০২২ সালে একটি বোমা বিস্ফোরণ হয়। তিন জনের মৃত্যু হয় সেই ঘটনায়। আপনারা বলুন , যাঁরা বোমা বিস্ফোরণ করেছিলেন তাঁদের জেলে ভরা উচিত না উচিত নয়।' এদিকে অমিত শাহের মন্তব্যের পালটা সরব হয়েছে রাজ্যের শাসক দল। কুণাল ঘোষের পালটা তোপ, 'বাংলায় BJP বলে কিছু নেই। তাই তৃণমূলকে ED-CBI-এর মতো এজেন্সির বিরুদ্ধে লড়তে হচ্ছে।' সব মিলিয়ে যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে বঙ্গে রাজনৈতিক পারদ আরও চড়ছে। এখন দেখার বাংলায় ৪২ টি আসনে ফলাফল ঠিক কী হতে চলেছে!