• Fact Check : সত্যিই কি সম্প্রতি 'হামলা' হয়েছিল দিলীপ ঘোষের উপর? ছবিগুলি এখনকার নয়
    এই সময় | ১০ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে জোর বাড়ছে। এই লোকসভা নির্বাচনের আগে নিজের একাধিক 'বিতর্কিত' মন্তব্য়ের জন্য শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের বাহুতে আঘাতের দাগ। সেখানে দাবি করা হয়েছে, প্রচারে বার হয়েই নাকি আক্রান্ত হতে হয়েছে দিলীপ ঘোষকে। কিন্তু, সোশ্যাল মিডিয়ার এই দাবি বিভ্রান্তিকর। এই ঘটনা পুরনো।কী ভাইরাল হয়েছে?

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের হাতে আঘাত লাগে। তাঁর গাড়ির কাচ ভাঙা। এই ছবিগুলির সঙ্গে ক্যাপশানে লেখা হয়েছে, 'তোলামূল এর বিদায়ঘন্টা বেজে গেছে। ওরা মরিয়া হয়ে উঠেছে। রাজ্যের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রের প্রাক্তন সহসভাপতি, বরিষ্ঠ কার্যকর্তা ও বর্দ্ধমান - দূর্গাপুরের বিজেপি প্রার্থী মাননীয় দিলীপ ঘোষের উপর তোলামূল এর জেহাদি বাহিনীর বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই।।' (বানান অপরিবর্তিত)

    গত ৮ এপ্রিল এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই পোস্ট ফেসবুকে শেয়ার করেছেন। সত্যিই কি দিলীপ ঘোষ সম্প্রতি কোনও 'হামলা'-র শিকার হয়েছেন? 'ইন্ডিয়া টুডে' এই প্রসঙ্গে ফ্যাক্ট চেক করে। সেখানেই জানা যায়, এই ঘটনা আজকের নয়, বরং তিন বছর আগের।

    সত্য় অনুসন্ধান

    এই ভাইরাল ছবিগুলির সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স সার্চ পদ্ধতি ব্যবহার করা হয়। সেখানে আনন্দবাজার অনলাইনের ২০২১ সালের ৭ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। যেখানে দেখা যায়, প্রতিবেদনটির শিরোনাম 'শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা, অভিযোগ অস্বীকার করল তৃণমূল'। প্রতিবেদনটিতে বলা হয়, ওই সময় দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে বোমা ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

    আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন

    ২০২১ সালে ৭ এপ্রিল এই ছবিগুলি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন ড. সুকান্ত মজুমদারও। তিনি আক্রমণ করেছিলেন তৃণমূল কংগ্রেসকে।

    এরপর 'মানি কন্ট্রোল'-এ ৮ এপ্রিল একটি রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে জানানো হয় ১৬ জনকে এই ঘটনার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। সেই সময় রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু ছিল। ঘটনা প্রসঙ্গে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। এদিকে সাম্প্রতিক সময়ে দিলীপ ঘোষকে নিয়ে এই ধরনের কোনও ঘটনা সামনে আসেনি।

    উপসংহার

    এর ফলে স্পষ্ট যে ২০২১ সালের একটি ঘটনা সাম্প্রতিক বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে।

    (This story was originally published by Aaj Tak Bangla and republished by Ei Samay Digital as part of the Shakti Collective)
  • Link to this news (এই সময়)