Eid Ul Fitr 2024 : আকাশে চাঁদের দেখা, রাত পোহালেই খুশির ইদ! মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
এই সময় | ১১ এপ্রিল ২০২৪
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভারতের আকাশে দেখা গেল ইদের পবিত্র চাঁদের। মঙ্গলবার ফাঁকি দিলেও বুধবার সন্ধ্যায় ভারতের প্রায় সমস্ত অংশের আকাশেই দেখা গিয়েছে চাঁদের। চাঁদ রাত পালনের পর বৃহস্পতিবার পালিত হবে খুশির ইদ।প্রধানমন্ত্রীর শুভেচ্ছাএই ইদ-উল-ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, 'ইদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই সকলকে। সহানুভূতি, একতা এবং শান্তির বার্তা রইল ইদের এই পবিত্র মরশুমে। সকলে যেন সুখে, শান্তি, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ইদ মুবারক।'
চলতি বছর ১২ মার্চ থেকে শুরু হয়েছিল ভারতে রমজান মাস। মোট ৩০ দিন ধরে পালিত হল রোজা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে রোজা পালন করেন মুসলিমরা। বুধবার ছিল ভারতে রোজা পালনের অন্তিম দিন। বৃহস্পতিবার সকালে পবিত্র ইদের নমাজ পাঠের মধ্য দিয়ে শুরু হবে উৎসব।
দেশের কোন কোন অংশে বুধেই ইদ পালন?এদিকে, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং কেরালায় বুধবারই পালিত হয়েছে ইদ-উল-ফিতর। কেরালার মৌলবীরা জানান, শাওয়াল মাসের চাঁদ তাঁরা দেখতে পেয়েছেন মঙ্গলবারই। তাই দক্ষিণ ভারতের এই রাজ্যে বুধবারই ইদ উদযাপন করা হয়। কেরালা পশ্চিমী তট এলাকায় অবস্থিত। এখানে লুনার ক্যালেন্ডারের ২৯তম দিনেই চাঁদ দেখা গিয়েছে। সৌদি আরবের ইদের তারিখের সঙ্গে তা মিলে গিয়েছে। ফলে বুধবারই কেরালার মুসলিমরা ইদ পালন করেছে। শ্রীনগরের মুফতি নাসির-উল-ইসলাম বলেন, 'আমাদের এখানে চাঁদ দেখা গিয়েছে। সে কারণে জম্মু-কাশ্মীরে বুধবারই ইদ-উল-ফিতর পালন করা হচ্ছে।' আসলে কেরালা এবং জম্মু ও কাশ্মীরের মুসলিম বাসিন্দারা বেশিরভাগ সময় সৌদি আরবের তারিখ অনুযায়ী ইদ পালন করে থাকেন। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখেও বুধবারই ইদ পালনের ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, লে অঞ্চল থেকে মঙ্গলবারই পবিত্র চাঁদ নজরে এসেছে। এদিকে, জামা মসজিদের প্রাক্তন ইমাম সৈয়দ আহমেদ বুখারি বলেন, 'মঙ্গলবার দেশের অধিকাংশ জায়গা থেকেই শাওয়াল অর্থাৎ ইদ-উল-ফিতরের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার দেশে পালিত হবে খুশির ইদ।' ফলে এই তিন এলাকা বাদ দিয়ে গোটা দেশে বৃহস্পতিবারই পালিত হবে ইদ-উল-ফিতর।
বাংলাদেশে-পাকিস্তানে কবে ইদ?বাংলাদেশের আকাশেও বুধবারই চাঁদ দেখা গিয়েছে ফলে সেখানেও বৃহস্পতিবার ইদ-উল-ফিতর উদযাপিত হবে। এদিকে, পাকিস্তানের আকাশে মঙ্গলবার চাঁদ দেখা গিয়েছিল। ফলে সে দেশ ইদ পালন করেছে বুধবার।