• হাজিরা হোক বা প্রশ্ন, সংসদে পিছনের সারিতেই বাংলা
    এই সময় | ১১ এপ্রিল ২০২৪
  • এই সময়: হাজিরা থেকে প্রশ্ন তোলা, প্রায় সবেতেই তালিকার নীচের দিকে ঠাঁই হয়েছে বাংলার। দেশের শাসক দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূলের পারফরম্যান্সও আহামরি নয়। ৩০০’র বেশি সাংসদ থাকলেও হাজিরা এবং প্রশ্ন করার ক্ষেত্রে বিজেপি রয়েছে মাঝের সারিতে। তবে এ ক্ষেত্রে বাংলার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের পারফরম্যান্স বেশ উজ্জ্বলই। সব থেকে বেশি প্রশ্ন (৫৯৬টি) করেছেন সুকান্ত।১৭ তম লোকসভা শেষে এই রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। এই রিপোর্ট রাজ্যের পাশাপাশি সংসদে প্রতিটি রাজনৈতিক দলের পারফরম্যান্সও বিশ্লেষণ করা হয়েছে। এডিআর রিপোর্টে রাজ্যওয়ারি সাংসদদের যে হাজিরার খতিয়ান প্রকাশ করা হয়েছে, তাতে সব থেকে উপরে রয়েছে ছত্তিশগড় এবং গুজরাট। ১৭ তম লোকসভা বসেছিল মোট ২৭৩ দিন।

    তার মধ্যে ছত্তিশগড়ের ১১ জন এমপি গড়ে ২১৬ দিন হাজির ছিলেন। গুজরাটের ২৬ জন এমপি-ও গড়ে হাজির ছিলেন ২১৬ দিন। তালিকায় ২৩ নম্বরে ঠাঁই হয়েছে বাংলার। তাদের এমপি-দের গড় হাজিরা ১৬২ দিন। বাংলার পরে তালিকায় রয়েছে আরও পাঁচ রাজ্য। সংসদে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন সাংসদেরা। সেই প্রশ্ন করার নিরীখে সব থেকে উপরে রয়েছে মহারাষ্ট্র।

    ১৭ তম লোকসভায় রাজ্যওয়ারি গড় প্রশ্নের সংখ্যা ৩১৫টি। এই সংখ্যক প্রশ্ন করেছেন মহারাষ্ট্রের এমপি-রা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। মহারাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে তাঁদের প্রশ্ন সংখ্যা ২৩৬। এই তালিকায় ১৯ নম্বরে নাম রয়েছে বাংলার। বাংলার এমপি-দের গড় প্রশ্ন সংখ্যা ১১৪টি। রাজনৈতিক দলের মধ্যে হাজিরার দিক থেকে সব থেকে উপরে রয়েছে তেলগু দেশম পার্টি। মোট ২৭৩ দিনের মধ্যে তাঁদের তিন এমপি হাজির ছিলেন ২২৯ জন।

    সিপিএমেরও মোট সাংসদের সংখ্যা তিন। তাদের গড় হাজিরা ছিল ২২৬ দিন। তালিকায় ১১ নম্বরে নাম রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপির। তাঁদের গড় হাজিরার সংখ্যা ১৯১ দিন। এই তালিকায় ২০ নম্বরে নাম রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। তাদের এমপি-দের হাজিরার সংখ্যা ১৩৮ দিন। তালিকায় নীচের দিক থেকে তাদের স্থান চতুর্থ। তালিকায় সর্বশেষ নাম আমআদমি পার্টি। তাদের সাংসদদের গড় হাজিরার সংখ্যা মাত্র ২৭ দিন।

    রাজনৈতিক দলগুলির সাংসদদের করা গড় প্রশ্নের তালিকায় সব থেকে উপরে নাম রয়েছে শরদ পাওয়ারের এনসিপি। মোট সাংসদের নিরীখে এনসিপি এমপি-রা গড়ে ৪১০টি প্রশ্ন করেছেন। সব থেকে বেশি সংখ্যক এমপি বিজেপির। তালিকায় ১৫ নম্বরে নাম রয়েছে তাঁদের। রাজনৈতিক দলের নিরীখে তাদের গড় প্রশ্ন ১৪৯টি। এই তালিকায় ১৭ নম্বরে নাম রয়েছে তৃণমূলের। তাদের এমপিদের করা প্রশ্নের গড় ৯৪। মাত্র দু’জন এমপি-র হাজিরা ১০০ শতাংশ। এক জন আজমের-এর বিজেপি সাংসদ ভগীরথ চৌধুরী এবং ছত্তিশড়ের কঙ্কর-এর বিজেপি এমপি মোহন মাণ্ডবী।
  • Link to this news (এই সময়)