বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনে পোস্ট শেয়ার হয়। তারমধ্যে থাকে ভিডিয়ো ছবি এবং রিলসও। তবে অনেক সময়ই সেগুলি ভুয়ো বলে প্রমাণিত হয়। যেমন সম্প্রতি তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে শোনা যাচ্ছে, 'ইফতারে যাব বলে টুপি পরে হঠাৎ আমি মুসলমান হয়ে গেলাম, মহামেডন হয়ে গেলাম, এটা তো একটা ভণ্ডামি। এই ভণ্ডামিটাই ওরা দিনের পর দিন করে আসছে।' আর ওই ভিডিয়োতে ফেজ টুপি (ইসলাম সম্প্রদায়ের মানুষদের জন্য বিশেষ টুপি) পরে শুভেন্দু অধিকারীর ইফতার পালনের একটি ছবিও দেখা গিয়েছে। ওই ভাইরাল হওয়া ভিডিয়োতে '24 Hrs TV'-র বুমও দেখা গিয়েছে। ভিডিয়োটি নজরে আসার পরেই সেটির ফ্যাক্ট চেক করে সংবাদমাধ্যম নিউজ চেকার।'24 Hrs TV' সংবাদ মাধ্যমের ফেসবুক পেজটি খতিয়ে দেখে তমলুকের বিজেপি প্রার্থীর ৮ মিনিট ১৩ সেকেন্ডের সম্পূর্ণ সাক্ষাৎকারটি খুঁজে পায় নিউজ চেকার। 'আগমনী গেস্ট হাউজে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একান্ত সাক্ষাৎকারে 24HRS TV'- এই শিরোনামে গত মার্চ মাসের ৩১ ভিডিয়োটি সেখানে প্রকাশিত হয়েছিল।
সেই ভিডিয়োর ঠিক ২ মিনিট ৫৭ সেকেন্ডে, শাসকদলের নেতাদের ফেজ টুপি পরে ইফতার পার্টিতে যোগ দেওয়া নিয়ে বিজেপি প্রার্থীকে প্রশ্ন করেন সাংবাদিক। সেই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'সেটা এই ধর্মকে (ইসলাম ধর্ম) অপমান করা, শিক্ষিত মানুষরা জানেন যে মুসলিম ধর্ম এখনও একটা দৃঢ় কাঠামোর উপর রয়েছে, মুসলিমরা তাঁদের ধর্ম নিয়ে ছেলেখেলা একদম মেনে নেন না, আমরা যেখানে অনেকটা লিবারল, আমরা বলতে বাঙালিদের কথা বলছি, সেজন্য আমরা ঠাকুর দেবতাকে ঘরের লোক করে তুলেছি, ওরা কিন্তু এরকম নয়, ওদের আবেগটা বুঝতে হবে, তাই হঠাৎ মাথায় টুপি দিয়ে ইফতার করতে চলে যাওয়া সেটা মুসলিম ধর্মকে অপমান করা, এটা তাঁরাই করতে পারেন যাঁরা ছ্যাবলামো করেন, যারা ধর্মের গুরুত্ব বোঝেন না।'
ভাইরাল ভিডিয়োর স্ক্রিনশট
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আরও বলতে শোনা যায়, 'আমি যখন স্বর্ণমন্দিরে গিয়েছি তখন ফেট্টি বেঁধেছি, ওরা বলেছিল ঢুতে গেলে ফেট্টি বেঁধে, জুতো খুলে ঢুকতে হবে, যেখানকার যেটা নিয়ম করতে হবে, কিন্তু ইফতারে যাব বলে টুপি পরে হঠাৎ আমি মুসলমান হয়ে গেলাম, মহামেডন হয়ে গেলাম, এটা তো একটা ভণ্ডামি, এই ভণ্ডামিটাই ওরা দিনের পর দিন করে আসছে।' নিউজ চেকার মনে করছে, এখান থেকেই স্পষ্ট যে তমলুকের বিজেপি প্রার্থী তাঁর বক্তব্যের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোনওরকম আক্রমণ করেননি, বরং তাঁর নিশানায় ছিলেন শাসক দলের নেতাকর্মীরা।
শুভেন্দু অধিকারীর ছবির স্ক্রিনশট
অন্যদিকে এরপর শুভেন্দু অধিকারীর ছবিটির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের ৩ মে একই ধরনের আরও বেশকিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন এক ইউজার। সেখানে একটি ছবিতে শুভেন্দু অধিকারীর পিছনে টাঙানো ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পাওয় যায়। সেখান থেকে নিউজ চেকারের কাছে এটা স্পষ্ট হয় যে, ছবিটা শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার পরে তোলা নয়। আবার বিজেপিতে যোগ দিয়ে বা সাম্প্রতিক কালে ফেজ টুপি পরে শুভেন্দু কোনও ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন কি না এই বিষয়েও খোঁজ খবর নেয় নিউজ চেকার। কিন্তু সেক্ষেত্রেও তেমন কোনও তথ্য খুঁজে পায়নি ওই সংবাদমাধ্যম, বরং ইফতার পার্টিতে যাওয়ার প্রসঙ্গ টেনে বিভিন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দলকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এই সমস্ত বিষয় খতিয়ে দেখেই নিউজ চেকার মনে করছে, ফেজ টুপি পরে ইফতারে যাওয়া নিয়ে শুভেন্দুকে ভণ্ড বলেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরিবর্তে তৃণমূল কংগ্রেসের নেতাদের আক্রমণ করেছেন তিনি।
(This story was originally published by News Checker and republished by Ei Samay Digital as part of the Shakti Collective)