• Loksabha Election 2024: এই রাজ্য থেকেই করেছিলেন রেকর্ড! লোকসভা নির্বাচন এলেই উঠে আসে অনিল বসুর নাম
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ এপ্রিল ২০২৪
  • Anil Basu CPIM leader and MP in Loksabha from Arambagh:

    বহুদলীয় গণতন্ত্রের ভারত আর কয়েকদিন পরই লোকসভা নির্বাচনের মুখোমুখি হতে চলেছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ১৯ এপ্রিল প্রথমদফা ভোট। তারপর ৪৪ দিন ধরে ১ জুন পর্যন্ত, সাত দফায় দেশজুড়ে নির্বাচন হবে। ১৪৪ কোটি জনসংখ্যার দেশে ভোটারের সংখ্যা ৯৭ কোটি। লোকসভা নির্বাচনের সঙ্গেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও হবে। পাশাপাশি, ১৬টি রাজ্যের ৩৫টি আসনে উপনির্বাচনও হবে একইসঙ্গে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)