Lok Sabha Election 2024: বড় প্রাপ্তি পরিচয়, অপ্রাপ্তির ভাঁড়ারে কী কী? ভোটের ভারতে ঢুঁ ছিটমহলের অলি-গলিতে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2024 In Chitmahals:
একসময় ছিল “রাষ্ট্রহীন”। খাতায় কলমে বাংলাদেশের বাসিন্দা হলেও ভৌগলিক অবস্থান ছিল ভারতের সীমানার মধ্যে। এই ছিটমহলের বাসিন্দাদের না ছিল পুলিশ-প্রশাসন, না ছিল কোনও পরিচিতি। ২০১৫ সালের ৩১ জুলাই ভারত ও বাংলাদেশের চুক্তি মোতাবেক ছিটমহল দুই দেশে মধ্যে হস্তান্তরিত হয়। তাছাড়া বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহল থেকেও অনেকে এদেশে চলে আসেন। এখানে অবস্থিত বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা খবর নিতে হাজির হয়েছে কোচবিহারের দিনহাটার তিনটে ছিটমহলে। এই প্রতিবেদনে থাকছে ছিটমহলবাসীর পাওয়া না পাওয়ার হিসেবনিকেশ।