• Virat Kohli strike rate: কোহলিকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, বিস্ফোরণ এবার শৈশবের কোচের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ এপ্রিল ২০২৪
  • Virat Kohli in Team India t20 World Cup selection:

    কোহলির অনেক বয়স। ওর এখন আর টি-২০ ক্রিকেট খেলার বয়স নেই। ধীরগতির হয়ে গিয়েছে। ইদানিং আকছার এসব কথাবার্তা ভেসে বেড়াচ্ছে ক্রিকেট দুনিয়ায়। আর, সেসব শুনলেই রীতিমতো চটে যাচ্ছেন কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তাঁর অভিযোগ, প্রিয় ছাত্রকে এসব বলে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)