Supreme Court-citizens right: জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া নাগরিকের অধিকার! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ এপ্রিল ২০২৪
SC has said that people have a right against climate change impacts:
সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে জনগণের, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্ত থাকার অধিকার’ রয়েছে। এই অধিকার সংবিধানের ১৪ এবং ২১ অনুচ্ছেদ দ্বারা স্বীকৃত হওয়া উচিত। রায়ে এমনটাই জানিয়েছে ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের তিন সদস্যের বেঞ্চ।