• মেগা নিলামে বদলাতে পারে আইপিএলের নিয়ম, আগামী সপ্তাহে বৈঠক...
    আজকাল | ১১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর থেকে বদলে যেতে পারে আইপিএলের নিয়ম। ২০২৫ আইপিএল মেগা নিলামে বড় চমক থাকতে পারে। কতজন প্লেয়ারকে রিটেন করা যাবে সেই নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইপিএলের মাঝেই দশটি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বোর্ডের বৈঠক হতে পারে। আইপিএল শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল, ফ্র্যাঞ্চাইজিগুলো বেশি ক্রিকেটার রিটেন করতে চায়। গত বছর চারজন করে রিটেন করা গিয়েছিল। একজনের জন্য "রাইট টু ম্যাচ কার্ড" ব্যবহার করতে পেরেছিল। মোট পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পেরেছিল ফ্র্যাঞ্চাইজিরা। তারমধ্যে ছিল দু"জন বিদেশি ক্রিকেটার। কিন্তু আগামী বছর মেগা নিলামের আগে আরও বেশি ক্রিকেটার রিটেন করতে চাইছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি।‌ মূলত সেই নিয়েই বোর্ডের সঙ্গে বৈঠক হবে। বারবার নিজেদের কোর টিম ভাঙতে চাইছে না দলগুলো। তাই বেশি ক্রিকেটার ধরে রাখতে আগ্রহী। তবে অনেক ফ্র্যাঞ্চাইজি এতে আপত্তি তুলেছে। তাঁদের দাবি, বছরের পর বছর নামিদামী ক্রিকেটাররা একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললে বাকিদের জনপ্রিয়তা বাড়বে কীভাবে? তাই সবার সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে নিশ্চিত কিছু জানা যাবে। ১৬ এপ্রিল বৈঠক হওয়ার কথা আছে। এর পাশাপাশি আইপিএল এগিয়ে নিয়ে আসারও ভাবনা চলছে। এই প্রসঙ্গে বোর্ডের এক সূত্র বলেন, "সবকিছুই প্রাথমিক পর্যায়ে আছে। ক্রিকেটার রিটেন করার বিষয় নিয়ে আলোচনা চলছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি আটজন ক্রিকেটার ধরে রাখতে চাইছে। এর পাশাপাশি টুর্নামেন্ট এগিয়ে নিয়ে আসার কথাও ভাবা হচ্ছে।" আগামী সপ্তাহের বৈঠকে প্লেয়ার রিটেন করা নিয়ে ঝড় উঠতে পারে। 
  • Link to this news (আজকাল)