• আইপিএলে নতুন নজিরের সামনে চাহাল
    আজকাল | ১১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্রথম বোলার হিসেবে নজিরের সামনে যুজবেন্দ্র চাহাল। কোটিপতি লিগে ১৫০তম ম্যাচ খেলতে নামছেন ভারতীয় স্পিনার। রয়েছে ২০০ উইকেটের হাতছানি। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত কোনও বোলারের এই রেকর্ড নেই। এবার সেই মাইলস্টোন ছুঁতে পারেন চাহাল। প্রথম ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়তে পারেন। তবে সেটার জন্য গুজরাটের বিরুদ্ধে পাঁচ উইকেট নিতে হবে তাঁকে। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। শেষ তিন বছর রাজস্থান রয়্যালসে খেলছেন। এখনও পর্যন্ত ১৪৯ ম্যাচে ১৯৫ উইকেট চাহালের। তারমধ্যে বেশিরভাগই বেঙ্গালুরুর হয়ে। আরসিবির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। ১১৩টি ম্যাচে নেন ১৩৯ উইকেট। রাজস্থানের জার্সিতে ৩৫ ম্যাচে ৫৬ উইকেট নেন। আজ নতুন নজিরের লক্ষ্যে নামবেন যুজি। আইপিএলে সর্বোচ্চ উইকেটে শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডোয়েন ব্রাভো। তাঁর সংগ্রহ ১৮৩ উইকেট। ১৮১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে পীযূষ চাওলা।  
  • Link to this news (আজকাল)